University of Twente Masters Scholarship: আইইএলটিএস ৬.৫ বা টোয়েফলে ৯০ থাকলে আবেদন

0

University of Twente Masters Scholarship: নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টি (UT) নন-ইইউ/ইইআর দেশগুলোর শিক্ষার্থীদের জন্যUTS মাস্টার্স স্কলারশিপ দিচ্ছে। €২২,০০০ পর্যন্ত এই স্কলারশিপের আবেদন শেষ হবে ১ মে ২০২৫। সেরা ৫-১০% শিক্ষার্থীদের অগ্রাধিকার।

University of Twente Masters Scholarship

উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যতম পছন্দের গন্তব্য নেদারল্যান্ডসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ করে দিচ্ছে দেশটির খ্যাতনামা ইউনিভার্সিটি অব টোয়েন্টি (University of Twente)। বিশ্ববিদ্যালয়টি তাদের ‘ইউনিভার্সিটি অব টোয়েন্টি স্কলারশিপ (UTS)’ প্রোগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে। এটি মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইআর) বাইরের দেশগুলোর অত্যন্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা একটি স্কলারশিপ। এই স্কলারশিপের জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ইউনিভার্সিটি অব টোয়েন্টি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে পরিচিত।

স্কলারশিপের আর্থিক মূল্য ও সুবিধা

ইউনিভার্সিটি অব টোয়েন্টি স্কলারশিপ (UTS) প্রাপ্ত শিক্ষার্থীরা এক বছরের জন্য সর্বনিম্ন ৩ হাজার ইউরো থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা লাভ করবেন। তবে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই স্কলারশিপের অর্থ সরাসরি টিউশন ফি বা অন্য কোনো নির্দিষ্ট খরচ বাবদ বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া হয় না। এটি মূলত অধ্যয়ন সম্পর্কিত ব্যক্তিগত খরচ মেটানোর জন্য শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় এবং স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী নিজের প্রয়োজন অনুযায়ী এই অর্থ ব্যয় করতে পারেন।

যদি কোনো শিক্ষার্থী দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হন, তবে প্রথম বছরের সাফল্যের ওপর ভিত্তি করে দ্বিতীয় বছরের জন্যও একই পরিমাণ অতিরিক্ত UTS স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। দ্বিতীয় বছরের জন্য স্কলারশিপ পেতে হলে শিক্ষার্থীদের প্রথম বছরের তৃতীয় কোয়ার্টারের শেষে ১০-এর মধ্যে গড়ে কমপক্ষে ৭ গ্রেড এবং কমপক্ষে ৫০% ইউরোপীয় ক্রেডিট (European Credits) অর্জন করতে হবে।

আরও পড়ুন৪৯তম বিসিএস আসছে নভেম্বরে? সিলেবাসে আসছে বড় পরিবর্তন!

অতিরিক্ত সুযোগ: UTS প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা একটি এক্সক্লুসিভ সুযোগ হিসেবে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনার্সের প্রোগ্রামের যেকোনো একটির (Research honours, Design honours, বা Change leaders) জন্য ইনটাকে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। এছাড়াও, UTS প্রাপ্ত শিক্ষার্থীরা (শুধুমাত্র সেপ্টেম্বর ২০২৫ সেশনে ভর্তি হওয়া প্রোগ্রামের জন্য) অতিরিক্ত ‘কিপাজি স্কলারশিপ’ (Kipaji Scholarship)-এর জন্যও আবেদন করার যোগ্য বিবেচিত হতে পারেন। কিপাজি স্কলারশিপের নিজস্ব অতিরিক্ত কিছু শর্ত ও যোগ্যতা রয়েছে, যা প্রার্থীদের আলাদাভাবে জেনে নিতে হবে। কিপাজি স্কলারশিপে আগ্রহীদের UTS আবেদনের সময় তাদের মোটিভেশন অংশে এই আগ্রহের কথা জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীতা

ইউনিভার্সিটি অব টোয়েন্টি স্কলারশিপ (UTS)-এর জন্য বিবেচিত হতে আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত সকল শর্ত পূরণ করতে হবে:

  • আবেদনকারীকে অবশ্যই ইউনিভার্সিটি অব টোয়েন্টির ২০২৫/২০২৬ শিক্ষাবর্ষে (সেপ্টেম্বর সেশন) শুরু হওয়া যেকোনো একটি যোগ্য (Qualifying) মাস্টার্স প্রোগ্রামে (শর্তসাপেক্ষে) ভর্তি হতে হবে। (মনে রাখবেন, ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফলাফল পেতে প্রায় ৮ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে)।
  • বিশ্ববিদ্যালয়ে আবেদন সম্পন্ন করার পর আবেদনকারীর একটি বৈধ স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে।
  • আবেদনকারী যেন ইউনিভার্সিটি অব টোয়েন্টি থেকে এর আগে কোনো স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন না করে থাকেন।
  • নেদারল্যান্ডসে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসার শর্তাবলী (যদি প্রযোজ্য হয়) অবশ্যই পূরণ করতে হবে।
  • ইংরেজি ভাষার দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এক্ষেত্রে একাডেমিক আইইএলটিএস পরীক্ষায় সামগ্রিকভাবে ন্যূনতম ৬.৫ স্কোর অথবা টোয়েফল আইবিটি (TOEFL iBT) পরীক্ষায় সামগ্রিকভাবে ন্যূনতম ৯০ স্কোর থাকতে হবে। এর সঙ্গে স্পিকিং সাবস্কিলে অতিরিক্তভাবে ৬.০ (টোয়েফল আইবিটি ২০) স্কোর থাকা আবশ্যক।
  • আবেদনকারী যেন নেদারল্যান্ডসের কোনো স্টাডি লোনের (Dutch study loan) জন্য যোগ্য না হন।
  • ইউনিভার্সিটি অব টোয়েন্টি স্কলারশিপ মেধাবী শিক্ষার্থীদের জন্য। সাধারণত এর অর্থ হলো আবেদনকারীকে তার ক্লাসের সেরা ৫ থেকে ১০ শতাংশ শিক্ষার্থীদের মধ্যে থাকতে হবে।

যেসব ক্ষেত্রে UTS প্রযোজ্য নয়

  • ডাচ এবং/অথবা বর্তমানে ইউনিভার্সিটি অব টোয়েন্টিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এটি প্রযোজ্য নয়।
  • ইইউ/ইইআর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রযোজ্য নয়।
  • ফ্যাকাল্টি অফ জিও-ইনফরমেশন সায়েন্স অ্যান্ড আর্থ অবজার্ভেশন (ITC) এর অধীনে যেকোনো মাস্টার্স প্রোগ্রামের জন্য UTS প্রযোজ্য নয়।
  • প্রি-মাস্টার্স প্রোগ্রামের জন্য UTS প্রযোজ্য নয়। এমনকি প্রি-মাস্টার্স সম্পন্ন করার পর মাস্টার্সের জন্য আবেদন করলেও UTS পাওয়া যাবে না।

আরও পড়ুনComilla University: ‘বি’ ইউনিটের ফল প্রকাশ: ৪৯.৭১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ

আবেদন প্রক্রিয়া: স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়াটি বিশ্ববিদ্যালয়ের মূল ভর্তি প্রক্রিয়া থেকে আলাদা। UTS এর জন্য আবেদন করার আগে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ইউনিভার্সিটি অব টোয়েন্টির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে পছন্দের মাস্টার্স প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন করে (শর্তসাপেক্ষ) ভর্তি নিশ্চিত করতে হবে এবং একটি স্টুডেন্ট আইডি নম্বর সংগ্রহ করতে হবে। ভর্তির অফার লেটার পাওয়ার পরই সেই স্টুডেন্ট আইডি ব্যবহার করে UTS স্কলারশিপের জন্য আলাদাভাবে অনলাইনে আবেদন করার সুযোগ তৈরি হবে।

আবেদনের শেষ সময় ও বিস্তারিত

UTS স্কলারশিপ আবেদনের দুটি রাউন্ড ছিল। প্রথম রাউন্ডটি ১৫ অক্টোবর ২০২৪ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলে এবং ইতিমধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ডের আবেদনের সময়সীমা ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে এবং তা শেষ হবে আগামী ১ মে, ২০২৫ বিকাল ৪টা (সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম বা CET) পর্যন্ত। যেহেতু হাতে সময় খুবই সীমিত, আগ্রহী এবং যোগ্য শিক্ষার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটিও মনে রাখা জরুরি যে, প্রথম রাউন্ডে আবেদন করে যারা প্রত্যাখ্যাত হয়েছেন, তারা দ্বিতীয় রাউন্ডে পুনরায় আবেদন করার জন্য বিবেচিত হবেন না। একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি UT স্কলারশিপের জন্য মনোনীত হতে পারেন।

এই স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে এবং প্রয়োজনীয় সকল তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এছাড়া যেকোনো নির্দিষ্ট জিজ্ঞাসার জন্য internationaloffice-scholarship@utwente.nl এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।

আরও পড়ুনPolice SI Job: পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

Leave A Reply

Your email address will not be published.

Ad ×