৪৯তম বিসিএস আসছে নভেম্বরে? সিলেবাসে আসছে বড় পরিবর্তন!

5

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস পরীক্ষার সিলেবাসে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। বিশেষভাবে উল্লেখ্য, কমিশনের পরিকল্পনা অনুযায়ী আসন্ন ৪৯তম বিসিএস পরীক্ষাটি সম্পূর্ণ নতুন ও যুগোপযোগী সিলেবাসের অধীনে নেওয়া হবে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছে পিএসসি। সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এবং অন্যান্য সদস্যবৃন্দ।

৪৯তম বিসিএস সার্কুলার কবে প্রকাশ হবে

পিএসসি সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বহুল প্রতীক্ষিত ৪৯তম বিসিএস সম্ভবত আগামী নভেম্বর মাসেই প্রকাশিত হতে পারে। আর এই ৪৯তম বিসিএস পরীক্ষা থেকেই নতুন প্রণীত সিলেবাসটি কার্যকর করা হবে।

নতুন সিলেবাস কেমন হচ্ছে? জানালেন পিএসসির চেয়ারম্যান

পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম সংবাদ সম্মেলনে জানান, ৪৯তম বিসিএস যে নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে, তার প্রধান উদ্দেশ্য হলো পরীক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য যোগ্য করে তোলা। অর্থাৎ, এই সিলেবাস এমনভাবে তৈরি হচ্ছে যাতে প্রার্থীরা পৃথিবীর যেকোনো প্রান্তে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন। চেয়ারম্যান আরও বলেন, সরকারি কর্ম কমিশন নিজেদের একটি আরও বেশি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

পার্শ্ববর্তী দেশগুলোর সিলেবাস নিয়ে গবেষণা

সিলেবাস প্রণয়নের পেছনের কাজ সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে পিএসসির সদস্য মো. নাজমুল আমীন মজুমদার জানান, নতুন সিলেবাস তৈরির পূর্বে প্রতিবেশী কয়েকটি দেশ, যেমন – ভারত, শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরের সরকারি চাকরির পরীক্ষার সিলেবাসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ ও গবেষণা করা হয়েছে। সেই গবেষণার ফলাফলের ভিত্তিতেই বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন সিলেবাসটি তৈরি করা হচ্ছে।

তিনি আরও যোগ করেন যে, নতুন সিলেবাসে মুখস্থনির্ভর জ্ঞান যাচাইয়ের চেয়ে বিশ্লেষণমূলক এবং প্রায়োগিক দিকের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। এর ফলে প্রার্থীরা কেবল সিভিল সার্ভিসেই নয়, অন্য যেকোনো কাজের ক্ষেত্রেও বৈশ্বিকভাবে প্রতিযোগিতা করার জন্য তৈরি হতে পারবেন।

পরীক্ষার কাঠামো অপরিবর্তিত, পরিবর্তন আসবে বিষয়বস্তুতে

পিএসসির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ৪৯তম বিসিএস (49th BCS Circular) পরীক্ষার মূল কাঠামো অর্থাৎ প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক – এই তিনটি ধাপ পূর্বের মতোই থাকবে। তবে প্রতিটি ধাপের সিলেবাসে অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় ও টপিক্সে পরিবর্তন আনা হবে।

এই নতুন সিলেবাস প্রবর্তনের মাধ্যমে বিসিএস পরীক্ষা পদ্ধতি আরও আধুনিক হবে এবং ভবিষ্যতে আরও দক্ষ ও আন্তর্জাতিক মানের জনশক্তি তৈরি হবে বলে আশা করছে সরকারি কর্ম কমিশন।

Connecting job seekers and employers in Bangladesh is our core mission at Chakrir Mail. We understand the challenges of the job market and are dedicated to providing a reliable, user-friendly platform to make your search for opportunities or talent simpler and more effective.

বিসিএস থেকে আরও৪৮তম বিসিএস হতে পারে বিশেষ, নিয়োগ পাবেন ২ হাজার ডাক্তার: পিএসসির ইঙ্গিত

Leave A Reply

Your email address will not be published.

Ad ×